জাপানি ভাষা শিখুন পাঠ ১

Learn Japanese in Bangla part 1 || NHK অডিও লেসন



জাপানি ভাষা শিখুন সহজেই। অডিও আকারে জাপানি ভাষা শিক্ষার আসর। পর্ব ১
আলোচনার বিষয়ঃ ওয়াতাশি ওয়া আন্না দেস। মানে আমি আন্না।

পাঠ ১ অডিও ডাউনলোড করুন

পাঠ ১ স্ক্রিপ্ট ডাউনলোড করুন

আন্না থাইল্যান্ড থেকে জাপানে পড়তে আসা এক ছাত্রী। আজ আন্নার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে তার টিউটর সাকুরার প্রথম সাক্ষাত ঘটছে।
アンナはじめまして。私はアンナです。সালাম/নমস্কার।
আমি (হচ্ছি) আন্না।
আন্নাহাজিমেমাশ্‌তে।
ওয়াতাশি ওয়া আন্না দেস্‌।
さくらはじめまして。さくらです。সালাম/নমস্কার।
আমি (হচ্ছি) সাকুরা।
সাকুরাহাজিমেমাশ্‌তে।
সাকুরা দেস্‌।
アンナよろしくお願いします。আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম।
আন্নাইয়োরোশিকু ওনেগাই শিমাস্‌।
さくらこちらこそ。আমিও পরিচিত হয়ে খুশি হয়েছি।
সাকুরাকোচিরাকোসো

পাঠ 1 - শব্দ তালিকা ও ব্যাখ্যাঃ 



জাপানি লেখন পদ্ধতি (পাঠ 1)

জাপানি ভাষায় তিন ধরনের লিপি আছে, যার প্রতিটির রয়েছে ভিন্ন ভিন্ন ব্যবহার। যখন আপনি লিখবেন ওয়াতাশি ওয়া আন্না দেস, “আমি হচ্ছি আন্না,” তখন “আমি,” অর্থাৎ ওয়াতাশি, লেখা হয় “কান্‌জি” লিপিতে।ওয়া, দেস এবং অন্যান্য পার্টিকেল বা অব্যয়সহ যেসব শব্দাংশ ব্যাকরণগত বিভিন্ন রূপ বা পরিবর্তন নির্দেশ করে, সেগুলো লেখা হয় “হিরাগানা” লিপিতে। ক্রিয়াপদ এবং বিশেষণ লিখতে “কান্‌জি” ও “হিরাগানা” দু’রকম অক্ষরই মিশ্রভাবে ব্যবহার করা হয়। অন্যদিকে, আন্নার নামের মত যে কোন বিদেশী ব্যক্তি বা স্থানের নাম এবং জাপানিতে বিদেশী ভাষা থেকে আসা শব্দসমূহ লেখা হয় “কাতাকানা” অক্ষরে, ঠিক যেমন আন্না নামটি এখানে “কাতাকানা” অক্ষরে লেখা হয়েছে।

“হিরাগানা” এবং “কাতাকানা” হল উচ্চারণবোধক অক্ষর, এবং এরূপ প্রতিটি অক্ষর দিয়ে একটি করে সিলেবল প্রকাশ পায়।
জাপানি ভাষায় রয়েছে পাঁচটি স্বর উচ্চারণ, আ, ই, উ, এ, ও। আর এই ভাষাতে ব্যঞ্জন উচ্চারণ আছে নয়টি। জাপানি ভাষায় একটি স্বর উচ্চারণ, অথবা একটি ব্যঞ্জনের সঙ্গে যুক্ত একটি স্বর উচ্চারণ যৌথভাবে মিলে একটি সিলেবল গঠন করে। এ ছাড়াও রয়েছে একটি স্বরবিহীন ব্যঞ্জন উচ্চারণ, "ন্"।


সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের নির্ধারিত বইতে অথবা এই ওয়েবসাইটে দেওয়া জাপানি লিপির ছক দেখে আপনারা নিজেদের নামটি জাপানি অক্ষরে লেখার চেষ্টা করে দেখুন।


Japanese to Bengali Dictionary (জাপানি - বাংলা ভাষার অভিধান)


হিরাগানা (平仮名)

কা
কি
কু
কে
কো
সা
শি
সু
সে
সো
তা
চি
ৎসু
তে
তো
না
নি
নু
নে
নো
হা
হি
ফু
হে
হো
মা
মি
মু
মে
মো

ইয়া

ইয়ু 

ইয়ো
রা
রি
রু
রে
রো
ওয়া





ধ্বনিযুক্ত শব্দঃ  - গ, য, দ, ব  এই চারটি ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে জাপানি ভাষায় যথাক্রমে  কা, সা, তা এবং হা বর্গের বর্ণমালা গুলোর উপরে দুটি ছোট ছোট লাইন ( `` ) টেনে দেয়া হয় আর এই রেখা দুটিকে তেন-তেন বলা হয়। জাপানি ভাষায় এগুলোকে বলা হয় দাকুঅন (だくおん) শব্দ।

অর্ধধ্বনিযুক্ত শব্দঃ  আর 'হা' বর্গের বর্ণমালাগুলোর উপরে একটি ছোট গোল ( ゜)এঁকে দিলে এর উচ্চারণ হয়ে যায় 'প', এগুলোকে অর্ধধ্বনিযুক্ত শব্দ বা জাপানি ভাষায় 'হানদাকুঅন' (はんだくおん)  শব্দ। নীচের তালিকায় এ গুলোকে দেখানো হলঃ


গা
গি
গু
গে
গো
যা
জি
যু
যে
যো
দা
জি
য্যু
দে
দো
বা
বি
বু
বে
বো
পা
পি
পু
পে
পো


যৌগিক বর্ণমালাঃ    ব্যাঞ্জনবর্ণ ও আধা স্বরবর্ণ (ইয়া, ইউ, ইও) মিলে তৈরী হয় এধরণের বর্ণমালা। ゃ, ゅ, একটু ছোট আকারে লিখা হয়। নীচের তালিকায় এ গুলোকে দেখানো হলঃ

きゃ
কিয়া

きゅ
কিউ


きょ
কি
しゃ
শা

しゅ
শু

しょ
শো
ちゃ
চা

ちゅ
চু

ちょ
চো
にゃ
নিয়া

にゅ
নিউ

にょ
নিও
ひゃ
হিয়া

ひゅ
হিউ

ひょ
হিও
みゃ
মিয়া

みゅ
মিউ

みょ
মিও
りゃ
রিয়া

りゅ
রিউ

りょ
রিও
ぎゃ
গিয়া

ぎゅ
গিউ 

ぎょ
গিও
じゃ
জা

じゅ
জু

じょ
জো
びゃ
বিয়া

びゅ
বিউ

びょ
বিও
ぴゃ
পিয়া

ぴゅ
পিউ

ぴょ
পিও


আসুন এবার হিরাগানা বর্ণমালা গুলো ব্যবহার করে কিছু শব্দ তৈরী করি-

あ + い = [ই]; অর্থঃ ভালোবাসা;
あ + う = []; অর্থঃ দেখা করা / সাক্ষাৎ করা;
あ + = [সা]; অর্থঃ সকাল;
あ + な + た = [নাতা]; অর্থঃ তুমি / আপনি;
あ + り + が + と + う = [রিগাতো]; অর্থঃ ধন্যবাদ;
う + え = []; অর্থঃ উপরে;
か + く = [কাকু]; অর্থঃ লিখা;
わ + た + し = [ওয়াতাশি]; অর্থঃ আমি;
が + く + せ + い = [গাকুসে]; অর্থঃ শিক্ষার্থী;
せ + ん + せ + い = [সেসে]; অর্থঃ শিক্ষক;


হিরাগানা লিপি ডাউনলোড করুন




Katakana (仮名)



কা
কি
কু
কে
কো
সা
শি
সু
সে
সো
তা
চি
ৎসু
তে
তো
না
নি
নু
নে
নো
হা
হি
ফু
হে
হো
মা
মি
মু
মে
মো

ইয়া

ইয়ু 

ইয়ো
রা
রি
রু
রে
রো
ওয়া



カタ
Katakana



গা
গি
গু
গে
গো
যা
জি
যু
যে
যো
দা
জি
য্যু
দে
দো
বা
বি
বু
বে
বো
পা
পি
পু
পে
পো




キャ
কিয়া

キュ
কিউ


キョ
কি
シャ
শা

シュ
শু

ショ
শো
チャ
চা

チュ
চু

チョ
চো
ニャ
নিয়া

ニュ
নিউ

ニョ
নিও
ヒャ
হিয়া

ヒュ
হিউ

ヒョ
হিও
ミャ
মিয়া

ミュ
মিউ

ミョ
মিও
リャ
রিয়া

リュ
রিউ

リョ
রিও
ギャ
গিয়া

ギュ
গিউ 

ギョ
গিও
ジャ
জা

ジュ
জু

ジョ
জো
ビャ
বিয়া

ビュ
বিউ

ビョ
বিও
ピャ
পিয়া

ピュ
পিউ

ピョ
পিও

আসুন এবার কাতাকানা বর্ণমালা গুলো ব্যবহার করে কিছু শব্দ তৈরী করি-

アンナ [আন্না] = এক জনের নাম (বিদেশী );
アラム [আলম] = এক জনের নাম (বিদেশী );
テレビ [তেরেবি] = টেলিভিশন (বিদেশী ভাষার শব্দ);
トイレ [তইরে] = টয়লেট (বিদেশী ভাষার শব্দ); 
バングラデシュ = বাংলাদেশ;

কাতাকানা লিপি ডাউনলোড করুন







পুরো বইটি ডাউনলোড করুন"সহজে জাপানি ভাষা"-র ৪৮টি পাঠের সবকটি বিনামূল্যে ডাউনলোড করা যায়। এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপান থেকে প্রতিটি পাঠের সম্প্রচার হয়ে যাওয়ার পর ঐ পাঠের অডিও ফাইল (এমপিথ্রি ফরম্যাটে) ওয়েবসাইটে পাওয়া যাবে। ঐ পাঠের লিখিত ভাষ্যটিও (পিডিএফ ফরম্যাটে) বিনামূল্যে ডাউনলোড করা যাবে। ৪৮টি পাঠের সবকটি একসঙ্গে থাকা পাঠ্যবইটিও বিনামূল্যে পাওয়া যায়।

Comments

Popular Posts

JLPT N5 - Verb List

JLPT N5 - Lesson 3 - Hiragana Part 1

JLPT N5 Lesson 19: Counting and Counter Words

JLPT N5 - Lesson 4 - Hiragana Part 2 - Dakuon and Handakuon

JLPT N5 Resources - Vocabulary List 01

JLPT N5 - Lesson 1 - Why Japanese Language

JLPT N5 - Lesson 5 - Katakana Part 1

JLPT N5 Lesson 20: Asking Questions

JLPT N5 - Lesson 9 - Japanese Particles Inrtroduction

JLPT N5 - Lesson 8 - Japanese Everyday Greetings

Flag Counter