Writing Hiragana - কিভাবে হিরাগানা লিখবেন

কিভাবে হিরাগানা লিখবেনঃ 

জাপানি ভাষায় তিন ধরণের অক্ষর রয়েছে: হিরাগানা, কাতাকানা এবং কানজি। হিরাগানা এবং কাতাকানা হল ধ্বনি-চিহ্ন, যার প্রতিটি বর্ণ একটি করে সিলেবল, বা স্বরযুক্ত ক্ষুদ্রতম উচ্চারণ প্রকাশ করে। জাপানি ভাষায় পড়া এবং লেখার জন্য প্রথম ধাপ হিসেবে হিরাগানা ও কাতাকানা লিপিগুলো শিখে নিন।




ই ভিডিও দেখার পাশাপাশি হিরাগানা এবং কাতাকানা অক্ষরমালা ডাউনলোড করে তা কাগজে প্রিন্ট করার পর আপনি অক্ষরগুলোর উপরে ছাপা বরাবর লেখার অনুশীলন করতে পারেন। লেখার সময় কলমের আচড় কোন্‌ দিকে এবং কোন্‌ ক্রমানুসারে হতে হবে, তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। জাপানি অক্ষরমালা সুন্দরভাবে লেখার জন্য সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।

হিরাগানা ও কাতাকানা লিপি ডাউনলোড করুন

Hiragana (平仮名)




কা
কি
কু
কে
কো
সা
শি
সু
সে
সো
তা
চি
ৎসু
তে
তো
না
নি
নু
নে
নো
হা
হি
ফু
হে
হো
মা
মি
মু
মে
মো

ইয়া

ইয়ু 

ইয়ো
রা
রি
রু
রে
রো
ওয়া



ひらがな
Hiragana



Comments

Popular Posts

Flag Counter