জাপানি ভাষা শিখুন পাঠ ৩
জাপানি ভাষা শিখুন পাঠ ৩ || Learn Japanese in Bangla part 3 || NHK অডিও লেসন
জাপানি ভাষা শিখুন সহজেই। অডিও আকারে জাপানি ভাষা শিক্ষার আসর। পর্ব ৩
আলোচনার বিষয়ঃ আজ সাকুরা আন্নাকে বিশ্ববিদ্যালয়ের আশপাশে ঘুরিয়ে দেখাচ্ছে।
গুরুত্বপূর্ণ বাক্যাংশঃ তোইরে ওয়া দোকো দেস্ কা ?
অর্থঃ টয়লেট কোথায় আছে ?
পাঠ ৩ অডিও ডাউনলোড করুন
পাঠ ৩ স্ক্রিপ্ট ডাউনলোড করুন
স্ক্রিপ্ট শুনুন
さくら | ここは教室です。 | এখানে রয়েছে ক্লাসরুম। |
---|---|---|
সাকুরা | কোকো ওয়া কিয়োওশিৎসু দেস্। | |
アンナ | わあ、広い。 | বাহ, বেশ প্রশস্ত। |
আন্না | ওয়াআ, হিরোই। | |
さくら | あそこは図書館。 | ঐখানে হচ্ছে গ্রন্থাগার। |
সাকুরা | আসোকো ওয়া তোশোকান। | |
アンナ | トイレはどこですか。 | টয়লেট কোথায় আছে? |
আন্না | তোইরে ওয়া দোকো দেস্ কা। | |
さくら | すぐそこです。 | ঠিক ওখানে। |
সাকুরা | সুগু সোকো দেস্। |
পাঠ 3 - শব্দ তালিকা ও ব্যাখ্যাঃ
Ko, So, A, Do কাঠামো
নির্দেশক সর্বনাম হল সে ধরণের শব্দ যা দিয়ে কোন বস্তু, ব্যক্তি বা স্থানের প্রতি ইঙ্গিত করা হয়। জাপানি ভাষায় এ ধরণের শব্দকে একসঙ্গে বলা হয় "কো-সো-আ-দো " শব্দ। চার রকম নির্দেশক সর্বনামের প্রথম অংশগুলো নিয়ে এভাবে বলা হয়।
=======================
*নিচের অংশ NHK থেকে নেয়া হয়নি
=========================
これ [kore] = এটা; যেমনঃ এটা আমার বই;
それ [sore] = ওটা; যেমনঃ ওটা আমার বই না;
あれ [are] = ঐটা /সেইটা; (বক্তা এবং শ্রোতা দুইজনের থেকেই দূরবর্তী কোনোকিছু নির্দেশ করতে) যেমনঃ ঐটা ফুজি পর্বত;
それ [sore] = ওটা; যেমনঃ ওটা আমার বই না;
あれ [are] = ঐটা /সেইটা; (বক্তা এবং শ্রোতা দুইজনের থেকেই দূরবর্তী কোনোকিছু নির্দেশ করতে) যেমনঃ ঐটা ফুজি পর্বত;
どれ [dore] = কোনটা; যেমনঃ কোনটা তোমার বই?
この [kono + (noun)] = এই; যেমনঃ এই জামা আমার;
その [sono + (noun)] = ঐ; যেমনঃ ঐ জামা তোমার;
あの [ano + (noun)] = সেই; (বক্তা এবং শ্রোতা দুইজনের থেকেই দূরবর্তী কোনোকিছু নির্দেশ করতে) যেমনঃ ঐ পর্বতটা অনেক উঁচু;
あの [ano + (noun)] = সেই; (বক্তা এবং শ্রোতা দুইজনের থেকেই দূরবর্তী কোনোকিছু নির্দেশ করতে) যেমনঃ ঐ পর্বতটা অনেক উঁচু;
どの [dono + (noun)] = কোন; যেমনঃ কোন টুপিটা তোমার?
- ここ [koko] = এখানে /এই জায়গা; যেমনঃ এখানে (এই জায়গা) ক্লাসরুম;
そこ [soko] = সেখানে;
あそこ[asoko] = ওই ঐখানে (বক্তা এবং শ্রোতা দুইজনের থেকেই দূরবর্তী কোনো স্থান নির্দেশ করতে);
どこ [doko] = কোন্খানে
そちら [sochira] = ঐদিকে;
あちら [achira] = অইদিকে (বক্তা এবং শ্রোতা দুইজনের থেকেই দূরবর্তী স্থান নির্দেশ করতে)
どちら [dochira] = কোনদিকে;
=====================
- ex. これは1,000えんです。Kore wa 1,000en desu. = This is 1,000 yen.
ex. このTシャツは1,000えんです。Kono T-shatsu wa 1,000en desu. = This T-shirt is 1,000 yen.
Comments
Post a Comment