জাপানি ভাষা শিখুন পাঠ ২

জাপানি ভাষা শিখুন পাঠ ২ || Learn Japanese in Bangla part 2 || NHK অডিও লেসন



জাপানি ভাষা শিখুন সহজেই। অডিও আকারে জাপানি ভাষা শিক্ষার আসর। পর্ব ২
আলোচনার বিষয়ঃ কোরে ওয়া নান্‌ দেস্‌ কা

পাঠসমূহ ডাউনলোড করুন


স্ক্রিপ্ট

アンナさくらさん。はい、どうぞ。সাকুরা-সান, এটা আপনার জন্য।
আন্নাসাকুরা-সান। হাই, দোওযো।
さくらこれは何ですか。এটা কী ?
সাকুরাকোরে ওয়া নান দেস্‌ কা?
アンナそれはタイのお土産です。এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আনা উপহার।
আন্নাসোরে ওয়া তাই নো ওমিয়াগে দেস্‌।
さくらありがとうございます。আপনাকে অনেক ধন্যবাদ।
সাকুরাআরিগাতোও গোযাইমাস্‌।
アンナどういたしまして。ধন্যবাদের প্রয়োজন নেই।
আন্নাদোও-ইতাশিমাশ্‌তে।

পাঠ 2 - শব্দ তালিকা ও ব্যাখ্যাঃ

    • さん [সান্‌] মিস্টার, মিসেস, মিস

    • জাপানি ভাষায় কাউকে নাম ধরে ডাকতে হলে তার নামের পরে সম্মানসূচক "সান্‌" কথাটি ব্যবহার করতে হয়। ছোট বাচ্চাদের ডাকার সময় মেয়েদের নামের পরে "চান্‌" এবং ছেলেদের নামের পরে "কুন্‌" বলতে হয়। সাধারণত প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার আগে পর্যন্ত ছোট ছেলেমেয়েদের এভাবে ডাকা হয়।

    • どうぞ [দোযো] - প্লীজ, বা অনুগ্রহ করে এটা নিন, বা করুন
    • これ [কোরে] - এটা                                                                                                       কোরে শব্দটি হচ্ছে বক্তার কাছাকাছি থাকা কোন জিনিসকে নির্দেশ করতে ব্যবহৃত নির্দেশক সর্বনাম।

    • 何ですか (なんですか[নান্‌ দেস্‌ কা] - কী                                                                     "নান্‌" মানে "কী"। এই শব্দটি এবং এর সঙ্গে "দেস্‌" মিলে গঠিত হয়েছে বাক্যের বিধেয়। "কা" শব্দটি একটি পার্টিকেল। যে কোন বাক্যের শেষে এই পার্টিকেল জুড়ে দিয়ে যদি সেই বাক্যটি উঠন্ত স্বরে উচ্চারণ করা হয়, তাহলে এটি প্রশ্নবোধক বাক্যে পরিণত হয়।

    • それ [সোরে] - ওটা                                                                                                    "সোরে" হচ্ছে একটি সর্বনাম, যা শ্রোতার কাছাকাছি থাকা কোন জিনিসকে নির্দেশ করে।

    • タイ [তাই] - থাইল্যান্ড
    • お土産 (おみやげ[ওমিয়াগে] - সুভেনির
    • ありがとうございます [আরিগাতোও গোযাইমাস্‌] - ধন্যবাদ                                          সংক্ষেপে শুধু "আরিগাতোও" অংশটুকুও বলতে পারেন। তবে যদি আপনি এর সঙ্গে "গোযাইমাস্‌" অংশটুকুও বলেন, তাহলে তা আরো বেশি মার্জিত শোনাবে।

    • どういたしまして [দোওইতাশিমাশিতে] - ধন্যবাদের প্রয়োজন নেই।                                কেউ ধন্যবাদ জ্ঞাপন করলে তার জবাবে সচরাচর বলা ভদ্রতাসূচক বাক্য।

    • 何時ですか (なんじですか[নান্‌জি দেস্‌ কা] - ক’টা বাজে ? [নান্‌নিন্‌ দেস্‌ কা]                      "নান্‌"( কী ) শব্দটির সঙ্গে "জি" (সময়) কথাটি জুড়ে দিয়ে সময় জিজ্ঞেস করতে পারেন। সেক্ষেত্রে বলতে পারেন"নান্‌জি দেস্‌ কা?"

    • 何人ですか (なんにんですか[নান্‌নিন্‌ দেস্‌ কা] -  কত জন লোক রয়েছে ?                     "নান্‌" (কী) শব্দটির সঙ্গে "নিন্‌" অর্থাৎ লোক বা ব্যক্তি কথাটি জুড়ে দিয়ে জিজ্ঞেস করতে পারেন "নান্‌নিন্‌ দেস্‌ কা?" (কত জন লোক রয়েছে?)

    •       




প্রশ্নবোধক বাক্য (পাঠ 2)

জাপানি ভাষায় আমরা যখন প্রশ্ন করি, তখন বাক্যের মধ্যে শব্দের বিন্যাসগত কোন পরিবর্তন ঘটাই না। শুধু বাক্যের শেষে "কা" পার্টিকেল জুড়ে দিই, এবং উচ্চারণের সময় স্বরভঙ্গি ঊর্ধ্বমুখী করি। কাজেই, "কোরে ওয়া ওমিয়াগে দেস্‌" (এটা হচ্ছে সুভেনির ) এই কথাটির প্রশ্নবোধক রূপ হবে,"কোরে ওয়া ওমিয়াগে দেস্‌ কা?" (এটা কি সুভেনির?)

এবার দেখা যাক, কোন্‌টা হ্যাঁ-বোধক বাক্য এবং কোন্‌টা প্রশ্নবোধক বাক্য, তা আমরা আমরা চিনতে পারি কি না।

“কোরে ওয়া ওমিয়াগে দেস্‌।" (এটা হচ্ছে সুভেনির।)
”কোরে ওয়া ওমিয়াগে দেসু্‌ কা? “ (এটা কি সুভেনির?”)আপনার সম্মুখে থাকা কোন জিনিস আপনি চিনতে না পারলে, এবং সেটা আসলে কী তা জানতে চাইলে, আপনি বলতে পারেন "কোরে ওয়া নান্‌ দেসু্‌ কা?" (এটা কী?) .
এই "নান্‌" (কী) শব্দটির সঙ্গে "জি" (সময়) কথাটি জুড়ে দিয়ে সময় জিজ্ঞেস করতে পারেন। সেক্ষেত্রে বলতে পারেন "নান্‌জি দেস্‌ কা?" (ক’টা বাজে ?) এছাড়া "নান্‌" শব্দটির সঙ্গে "নিন্‌" অর্থাৎ লোক বা ব্যক্তি কথাটি জুড়ে দিয়ে জিজ্ঞেস করতে পারেন "নান্‌নিন্‌ দেস্‌ কা?" (কত জন লোক রয়েছে?).


পুরো বইটি ডাউনলোড করুন"সহজে জাপানি ভাষা"-র ৪৮টি পাঠের সবকটি বিনামূল্যে ডাউনলোড করা যায়। এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপান থেকে প্রতিটি পাঠের সম্প্রচার হয়ে যাওয়ার পর ঐ পাঠের অডিও ফাইল (এমপিথ্রি ফরম্যাটে) ওয়েবসাইটে পাওয়া যাবে। ঐ পাঠের লিখিত ভাষ্যটিও (পিডিএফ ফরম্যাটে) বিনামূল্যে ডাউনলোড করা যাবে। ৪৮টি পাঠের সবকটি একসঙ্গে থাকা পাঠ্যবইটিও বিনামূল্যে পাওয়া যায়।

Comments

Popular Posts

JLPT N5 - Verb List

JLPT N5 - Lesson 3 - Hiragana Part 1

JLPT N5 Lesson 19: Counting and Counter Words

JLPT N5 - Lesson 4 - Hiragana Part 2 - Dakuon and Handakuon

JLPT N5 - Lesson 1 - Why Japanese Language

JLPT N5 Resources - Vocabulary List 01

JLPT N5 - Lesson 5 - Katakana Part 1

JLPT N5 Lesson 20: Asking Questions

JLPT N5 - Lesson 9 - Japanese Particles Inrtroduction

JLPT N5 - Lesson 8 - Japanese Everyday Greetings

Flag Counter